ট্রফি দেখলেন, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

মনোযোগ দিয়ে অনুশীলন করলে বাংলাদেশ দল ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 07:47 AM
Updated : 25 July 2014, 07:47 AM

শুক্রবার সকালে বিশ্বকাপ ট্রফি প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য গণভবনে নিয়ে যাওয়া হলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের টিম ভালো খেলবে।”

বিশ্বকাপ ট্রফি গণভবনে নিয়ে যাওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

তিনি বলেন, “এখানে নিয়ে আসায়তো অন্তত দেখতে পারলাম।”

বাংলাদেশ ক্রিকেট বের্ডের সভাপতি নাজমুল হাসান এসময় প্রধানমন্ত্রীকে জানান, বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগেই বাংলাদেশ দল অস্ট্রেলিয়া যাবে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, “দুই সপ্তাহ আগে যাওয়া ভাল। খাপ খাওয়াতে পারবে।”

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে আগামী ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের সঙ্গে, অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।

২১ ফ্রেব্রুয়ারি ব্রিসবেনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর ২৬ ফ্রেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে মেলবোর্নে হবে বাংলাদেশের তৃতীয় ম্যাচ।

বাংলাদেশের পরের তিনটি খেলা হবে নিউজিল্যান্ডে।৫ মার্চ নেলসনে স্কটল্যান্ড, ৯ মার্চ অ্যাডিলেইড ওভালে ইংল্যান্ড এবং ১৩ মার্চ হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “যেটুকু সময় আছে- মনোযোগ দিয়ে প্রাকটিস করতে হবে।”

বিসিবি সভাপতি ছাড়াও বোর্ডের পরিচালক নাইমুর রহমান দুর্জয় ও খালিদ মাহমুদ সুজনসহ উর্ধ্বতন কর্মকর্তারা গণভবনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১৫ বিশ্বকাপের ‘প্রমোশনাল ক্যাম্পেইন’ হিসাবে অংশগ্রহণকারী প্রত্যেক দেশে দেখানো হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। এর অংশ হিসাবেই গত ২৪ জুলাই এটি বাংলাদেশে আসে।

শুক্রবার বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রিকেটভক্তরা রাজধানীর বসুন্ধরা সিটিতে এই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।