তিতাস গ্যাসের ২১ নম্বর কূপে উৎপাদন বন্ধ

খনন কাজে ত্রুটির জন্য তিতাস গ্যাসক্ষেত্রের ২১ নম্বর কূপে উৎপাদন বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 07:35 AM
Updated : 25 July 2014, 07:35 AM
শুক্রবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরা এলাকার কূপটিতে উৎপাদন বন্ধ হওয়ায় জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ কমে গেছে।

তিতাস গ্যাসক্ষেত্রের উপ-মহাব্যবস্থাপক উত্তম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর থেকে এই কূপ থেকে উৎপাদন শুরুর পর থেকেই গ্যাসের সঙ্গে অস্বাভাবিক হারে পানি উঠছিল। খনন কাজে ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার সকাল ৬টায় এখান থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, “বাণিজ্যিকভাবে সরবরাহ শুরুর পর এই কূপ থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো।”

পেট্রোবাংলার হিসাবে, ২০১৪ সালের ২২-২৩ জুলাই দেশে দৈনিক গ্যাস উৎপাদন ছিল ২ হাজার ৩৩৬ মিলিয়ন ঘনফুট।

গত বছরের ৩ নভেম্বর গ্যাস উন্নয়ন তহবিলের দেড়শ’ কোটি টাকা ব্যয়ে এই কূপটির খনন কাজ শুরু করে রুশ প্রতিষ্ঠান গ্যাজপ্রম।