হাঁস নিয়ে হামলায় প্রাণ গেল কৃষকের

নাটোরের সিংড়ায় চলনবিলে হাঁস চরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 06:13 AM
Updated : 25 July 2014, 06:13 AM
নিহত হানিফ আলী সিংড়া উপজেলার চাতড়া গ্রামের এশার উদ্দিনের ছেলে।

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, বুধবার বিকালের ঘটনায় আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।

তিনি জানান, গত বুধবার বিকালে চলনবিলে হাঁস চরানোকে কেন্দ্র করে কঞ্চিভদড়া গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে হানিফের কথা কাটাকাটি হয়। এ নিয়ে ওইদিনই আনোয়ার লোকজন নিয়ে হানিফের বাড়িতে হামলা করে। এ সময় লাঠি দিয়ে পিটিয়ে হানিফকে গুরুতর আহত করে তারা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি শফিকুল জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

"এ ঘটনায় সিংড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।"