বরিশালে পদদলিত হয়ে ২ নারীর মৃত্যু

বরিশাল শহরে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচ জন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 05:43 AM
Updated : 25 July 2014, 06:31 AM
বরিশাল কোতোয়ালি থানার এসআই গোলাম কবির জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কাঠপট্টি রোডে খান অ্যান্ড সন্স গ্রুপের শাখা অফিসে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর রসুলপুর এলাকার মোহর মিয়ার স্ত্রী নূপুর বেগম (৩৫) ও সদর উপজেলার বর্ণকাঠি গ্রামের ফজলে আলীর স্ত্রী ফিরোজা বেগম (৫০)।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা গোলাম কবির বলেন, সকালে খান অ্যান্ড সন্স গ্রুপের কাঠপট্টি রোডের শাখা থেকে জাকাতের কাপড় নিতে অসংখ্য নারী-পুরুষ ভিড় করেন। সকাল সাড়ে ১০টার দিকে মূল ফটক খুলে দেয়া হলে কিছু নারী ভেতরে ঢুকতে সক্ষম হলেও নিরাপত্তারক্ষীরা তাদর ধাওয়া দেয়।

এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পদদলিত হয়ে দুই নারী মারা যান।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খান অ্যান্ড সন্স গ্রুপের আট কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে এসআই কবির জানান।

তারা হলেন- ওই শাখার ব্যবস্থাপক আবুল সালেহ, বিপণন কর্মকর্তা রাহাত, সিরাজ, লিটন, শাহ নেওয়াজ, আসাদ, হালিম ও মোয়াজ্জেম।