চলে গেলেন বীর বিক্রম ইউকে চিং মারমা

বীর বিক্রম খেতাব পাওয়া বান্দরবানের আদিবাসী মুক্তিযোদ্ধা ইউকে চিং মারমা (৮০) মারা গেছেন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 03:48 AM
Updated : 25 July 2014, 06:48 AM

শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেয়ে রেণু মারমা।

তিনি বলেন, “বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এর আগে কয়েক দফা চিকিৎসা নেয়ার পর বাসায়ই ছিলেন তিনি। তবে বৃহস্পতিবার আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে শুক্রবার সকালে তিনি মারা যান।”

মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন এই বীর যোদ্ধা।

মুক্তিযোদ্ধা সংসদ বান্দরবান ইউনিট কমান্ডার আবুল কাসেম জানান, এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ বান্দরবানে নিয়ে আসার পর রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হবে।

বান্দরবান শহরতলীর লাঙ্গিপাড়ায় পারিবারিক শ্মশানে রোববার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মেয়ে রেণু মারমা।

১৯৫২ সালে ইউকে চিং যোগ দেন ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)। ১৯৭১ সালে ২৫ মার্চ মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে তিনি ইপিআরের নায়েক হিসাবে রংপুর জেলার হাতিবান্ধা বিওপিতে কর্মরত ছিলেন।

স্বাধীনতা যুদ্ধের ঘোষণা পাওয়ার পর পরই আরো নয় বাঙালি ইপিআর সৈনিককে নিয়ে পাক সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেন আদিবাসী সম্প্রদায়ের এই মুক্তিসংগ্রামী।