শ্রীপুর সাব-রেজিস্ট্রারকে হুমকি , দলিল লেখক বরখাস্ত

গাজীপুরের শ্রীপুরে উপজেলার সাব-রেজিস্ট্রার জামিনুল হককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক দলিল লেখককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 04:46 PM
Updated : 24 July 2014, 04:46 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনার তদন্ত করে দলিল লেখক শাহজাহান মণ্ডলকে বরখাস্ত করেন জেলা রেজিস্ট্রার। একইসঙ্গে তাকে সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় তার প্রবেশ নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা রেজিস্ট্রার সৈয়দ মুজিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, “সাব-রেজিস্ট্রারকে হত্যার হুমকির ঘটনার সত্যতা ও সাব-রেজিস্ট্রারের দায়ের করা অভিযোগ পর্যালোচনা করে ঘটনার সত্যতা পাওয়ায় ১৩৫ নম্বর দলিল লেখক এবং শ্রীপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান মণ্ডলকে দলিল লেখার কাজ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় কর্মকর্তার অনুমতি ছাড়া তার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।”

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় নির্ধারিত সময়ের পর জমির খাজনা প্রদানের রসিদ ছাড়া জমির দলিল নিবন্ধন করতে অপারগতা প্রকাশ করলে শাহজাহান মন্ডল ও তার লোকজন সাব-রেজিস্ট্রারকে হত্যার হুমকি দেন। পরে তারা নকলনবিশ ফারুক হোসেনকে বেদম মারপিট করে চলে যান।

এ ঘটনায় ফারুক বাদি হয়ে ওই রাতেই শ্রীপুর থানায় একটি মামলা করেন।