কারাগারে স্বামীকে ইয়াবা দিতে গিয়ে গ্রেপ্তার স্ত্রী

গাজীপুরের কাশিমপুর কারাগারে এক বন্দিকে ইয়াবা দেওয়ার সময় তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 02:48 PM
Updated : 24 July 2014, 02:48 PM

ফাইল ছবি

বৃহস্পতিবার সকালে কাশিমপুর কারাগার-১-এ বন্দি স্বামী শাহীন মিয়ার সঙ্গে দেখা করতে আসেন তার স্ত্রী নয়নতারা (৩২)। তাদের বাড়ি শরীয়তপুরের ঝাজিরা উপজেলার নগর বোয়ালিয়া গ্রামে।

এসময় ৩০টি ইয়াবা বড়িসহ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে কারা কর্তৃপক্ষ।

কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রী কারাগার পার্ট-১ এর কারা তত্ত্বাবধায়ক আমজাদ হোসেন ডন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন মাস আগে যাত্রাবাড়ি থানার মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর আদালতের মাধ্যমে ঢাকা থেকে এই কারাগারে পাঠানো হয় শাহিন মিয়াকে।

“বৃহস্পতিবারসকাল সাড়ে ১১ টার দিকে স্ত্রী নয়নতারা তাকে দেখতে আসেন। এসময় তিনি খাবারের বাটিতে মাংসের ভেতরে একটি পলিথিনে ভরে ৩০টি ইয়াবা সরবরাহের চেষ্টা করেন।”

কারা কর্তৃপক্ষ খাবার পরীক্ষা করে ইয়াবা শনাক্ত করে ওই নারীকে আটক করে।

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই জাকির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে নয়নতারাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।