বেতন-বোনাস দাবিতে রাস্তায় ইউএসটিসি শিক্ষক-কর্মকর্তারা

ঈদের আগে চলতি মাসের বেতন ও বোনাসের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 01:17 PM
Updated : 24 July 2014, 01:17 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর খুলশী এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জাকির হোসেন সড়ক অবরোধ করেন তারা।

খুলশী থানার এসআই মনির হোসেন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক-কর্মকর্তারা বেলা দেড়টা পর্যন্ত তারা রাস্তা আটকে বিক্ষোভ করেন।

“পরে পুলিশের হস্তক্ষেপে তারা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।”

বিভিন্ন দাবিতে গত মে মাস থেকে আন্দোলন করছেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-কর্মকর্তাদের বেতন-ভাতা দেয়া বন্ধ করে দেয়।

ইউএসটিসির রেজিস্ট্রার মো. শামসুদ্দোহা বলেন, “বকেয়া বেতন-বোনাস কখন পরিশোধ করা হবে তা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডই ভালো বলতে পারবেন।”