জামিন মেলেনি সোহেল রানার

নকশাবহির্ভূতভাবে রানা প্লাজা নির্মাণের মামলায় ভবন মালিক সোহেল রানাকে জামিন দেয়নি হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 11:09 AM
Updated : 24 July 2014, 11:09 AM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় রানার আইনজীবীরা জামিন চাইলে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার তা ‘উত্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

ফাইল ছবি

গত বছরের এপ্রিলে সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির পর নির্মাণে অনিয়মের অভিযোগ এনে এই মামলা দায়ের করে দুদক।

এরপর গত ১৭ জুলাই রানাসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। এতে বলা হয়, নিয়ম ভেঙে  রানা প্লাজা নির্মাণের ক্ষেত্রে যাবতীয় অনিয়ম ও দুর্নীতি রানার হাত দিয়েই হয়েছিল।

অভিযোগপত্রে আসামি হিসেবে রানার বাবা আব্দুল খালেক, তার মা মর্জিনা বেগমের সঙ্গে সাভার পৌরসভার তৎকালীন মেয়র রেফাত উল্লাহর নামও রয়েছে।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, বিভিন্ন ব্যাংকে প্রায় ২৩টি হিসাবের মাধ্যমে আর্থিক লেনদেন করতেন সোহেল রানা। তার মালিকানায় রয়েছে সাভারে একটি ৫ তলা আবাসিক ভবন, মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি দোতলা বাড়ি এবং রানা ব্রিকস ও এম কে ব্রিকস নামে দুটি ইটভাটা।

রানা প্লাজা ধসের চার দিন পর গত বছরের ২৮ এপ্রিল যশোরের বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।