আলোকচিত্রী আফতাব হত্যার বিচার শুরু

প্রবীণ আলোকচিত্রী আফতাব আহমেদ হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 10:06 AM
Updated : 24 July 2014, 10:48 AM

বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এই আদেশ দেন। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১২ অগাস্ট দিন রেখেছেন তিনি।

ছয় আসামি হলেন- নিহতের গাড়ি চালক হুমায়ুন কবীর, হাবীব হাওলাদার, সবুজ খান, বেলাল হোসেন, রাজু মুন্সী, মো. রাসেল।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রচি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের মধ্যে রাসেল পলাতক এবং সবুজ খান হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।

রাসেল ছাড়া বাকি আসামিরা অভিযোগ গঠনের আগে নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চান।

এদের মধ্যে হাবিব হাওলাদার, বিল্লাল হোসেন  এবং হুমায়ুন কবীর এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

ডাকাতি করতে গিয়ে হত্যার কারণে দণ্ডবিধির ৩৯৬ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে এই ছয় আসামির বিরুদ্ধে।

২০১৩ সালের ২৫ ডিসেম্বর ফটো সাংবাদিক আফতাব রাজধানীর রামপুরায় নিজের বাসায় খুন হন।

ঘটনার পরদিন তার শ্যালক মনোয়ার আহমদ সাগর রামপুরা থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত চলাকালে আফতাবের গাড়ি চালক হুমায়ুন কবীর পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব। টাকা ও স্বর্ণালঙ্কার লুট করার সময় বাধা দেয়ার কারণেই আফতাবকে হত্যা করা হয় বলে সে সময় তদন্তকারীদের পক্ষ থেকে জানানো হয়।

র‌্যাব-৩ এর উপ-পরিদর্শক (এসআই) মো. আশিক ইকবাল চলতি বছর ২৫ মার্চ ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।