জাকাতের কাপড় নিতে এসে দুই বৃদ্ধার মৃত্যু

মানিকগঞ্জ শহরে জাকাতের কাপড় নিতে এসে ভিড়ের চাপে ও গরমে অসুস্থ হয়ে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ দরিদ্র নারী।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 05:29 AM
Updated : 24 July 2014, 05:29 AM
মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে শহরের গার্লস স্কুল রোড এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ রুনুর বাসার সামনে এ ঘটনা ঘটে।

মৃত দুই নারী হলেন- সদর উপজেলার বারইল গ্রামের মো. আইনুদ্দিনের স্ত্রী জামিলা বেগম (৬০) এবং পৌর এলাকার পূর্ব দাশড়া গ্রামের টিপু মিয়ার স্ত্রী ছাহেলা বেগম (৬২)।

ওসি জানান, ভোরে দরিদ্রদের মাঝে জাকাতের কাপড় দেয়ার খবর শুনে মাহবুব মোর্শেদ রুনুর বাসার সামনে অসংখ্য নারী-পুরুষ ভিড় করেন।

“কাপড় বিতরণের জন্য ভোর পৌনে ৪টার দিকে ওই বাসার মূল ফটক খুলে দেয়া হয়। এ সময় হুড়োহুড়ি করে ভেতরে ঢুকতে গিয়ে ভিড়ের চাপে ও গরমে ১২ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নেয়ার পথে মারা যান জামিলা ও ছাহেলা।”

আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।