শেরপুর সদর উপজেলায় ভোটের দিন পিছিয়েছে

আদালতের আদেশে স্থগিত শেরপুর সদর উপজেলায় আগামী ৩১ অগাস্ট ভোটের দিন রেখে নতুন করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 03:12 PM
Updated : 23 July 2014, 03:32 PM

এ উপজেলায় ২৪ অগাস্ট ভোট গ্রহণের দিন ঠিক করে মঙ্গলবার কমিশন প্রজ্ঞাপন জারি করলেও প্রার্থীদের প্রচারের জন্য পর‌্যাপ্ত সময় দিতে একদিন পরই তফসিল বদলানো হলো।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, প্রার্থীদের প্রচারের জন্যে পর্যাপ্ত সময় দিতেই ২৪ অগাস্টের পরিবর্তে ৩১ অগাস্ট ভোটের তারিখ নির্ধারণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এ উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৫ অগাস্ট, বাছাই ৬ অগাস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ অগাস্ট।

বৃহস্পতিবার এ নির্বাচনের পুনঃতফসিলের প্রজ্ঞাপন হতে পারে বলে জানান নির্বাচন কমিশনের ওই কর্মকর্তা।

শেরপুর জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারাও এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ মার্চ এ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে তা স্থগিত করা হয়।

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে এবার দেশের ৪৮৭ উপজেলায় ছয় ধাপে ভোট করে ইসি। এসময় সহিংসতা ও আদালতের আদেশে কয়েকটি উপজেলার ভোট স্থগিত করা হয়।