বাড্ডায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

রাজধানীর বাড্ডায় বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 01:24 PM
Updated : 23 July 2014, 01:24 PM

পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম জানান, বাড্ডার সাতারকুল এলাকার ‘চুনজি অ্যাপারেলস লিমিটেড’ নামের একটি গার্মেন্ট কারখানার শ্রমিকরা বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

এ সময় সংঘর্ষ শুরু হলে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাড্ডা থানার উপ পরিদর্শক বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কারখানায় বুধবার সকালে বেতন-ভাতা পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা দেয়নি। এ জন্য বিকালে শতাধিক শ্রমিক বিক্ষোভ শুরু করে।”

এ সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামলাতে পুলিশের কয়েকজন সদস্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে কারখানায় যায় বলে সহকারী কমিশনার নুরুল আলম জানান।

তিনি বলেন, “যে পুলিশ সদস্যরা কারখানায় গিয়েছিলেন, তাদের একটি কক্ষে আটকে রেখে শ্রমিকরা বাইরে থেকে অগ্নি নির্বাপক যন্ত্রের গ্যাস ছোড়ে এবং ভাংচুর শুরু করে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে আটকে পড়া সদস্যদের উদ্ধার করে।

এ সময় শ্রমিকরা এক হয়ে পুলিশের ঢিল ছুড়তে থাকলে পুলিশও পাল্টা টিয়ার শেল নিক্ষেপ করে।

প্রায় পৌনে এক ঘণ্টা সংঘর্ষ চলার পর শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে সহকারী কমিশনার জানান।

তিনি বলেন, এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তবে বাড্ডার মূল সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। 

সংঘর্ষে কেউ আহত হয়েছে কি না- পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।