‘যুদ্ধাপরাধী’ কায়সারের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহম্মদ কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে বুধবার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 12:52 PM
Updated : 23 July 2014, 12:52 PM

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কায়সারের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত।

তিনি ১৯৭১ সালে কায়সারের পরিচিতি বিষয়ে সাক্ষীদের দেয়া সাক্ষ্য ও তথ্যপ্রমাণ নিয়ে আলোচনা করেন।

এদিন সকালে প্রসিকিউশনের ৩২তম সাক্ষী এবং এ মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মনোয়ারা বেগমের জেরা শেষ করেন আসামির আইনজীবী আব্দুস সোবহান তরফদার।

এর আগে এ মামলায় ৩১ জন সাক্ষী কায়সারের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী তাদের সবার জেরাও সম্পন্ন করেন।

একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণসহ ১৬টি অভিযোগে গত ২ ফেব্রুয়ারি কায়সারকে অভিযুক্ত করা হয়। গত বছরের ১৪ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আদালত।

গত ৪ মার্চ কায়সারের বিরুদ্ধে সূচনা বক্তব্য প্রদান করে প্রসিকিউশন। ৯ মার্চ থেকে তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।  

গত বছরের ১৫ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

এরপর ২১ মে জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালীন কৃষি প্রতিমন্ত্রী কায়সারকে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।