পুঠিয়ায় ১৪৪ ধারা জারি

একই স্থানে দুই গ্রামবাসী প্রতিবাদ সমাবেশ ডাকায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 10:42 AM
Updated : 23 July 2014, 10:42 AM
বুধবার দুপুর ২টা থেকে রাত ৯টায় পর্যন্ত বানেশ্বর বাজার এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের উপর এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

পুঠিয়া থানার ওসি এসএম বজলুর রশিদ জানান, গত ১৪ জুলাই রাতে আমের দাম কম দেয়াকে কেন্দ্র করে বানেশ্বর বাজারে পুঠিয়ার নামাজগ্রাম ও চারঘাট উপজেলার শিবপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয়পক্ষে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার বিকাল ৪টায় বানেশ্বর বাজারে সমাবেশ ডেকেছে গ্রাম দুটির বাসিন্দারা।

ওসি বলেন, একই স্থানে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ ডাকাকে কেন্দ্র করে যেকোনো ধরনের সংঘাত এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহমেদ বুধবার দুপুর ২টা থেকে রাত ৯টায় পর্যন্ত বানেশ্বর বাজার ও এর আশপাশের এলাকায় সব ধরণের সভা, সমাবেশ ও মিছিলের উপর এ নিষেধাজ্ঞা  জারি করেন।

এলাকায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে এবং বানেশ্বর বাজারে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি বজলুর।