সাতক্ষীরার ওসি ও এসআইর বিরুদ্ধে মামলা

সাংবাদিক ও আইনজীবীদের নিয়ে কটূক্তির অভিযোগে সাতক্ষীরা থানার ওসি এনামুল হক ও এসআই হেকমত আলীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে মাদারীপুরে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 10:37 AM
Updated : 23 July 2014, 10:37 AM
বুধবার দুপুরে মাদারীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঁচ কোটি টাকার মানহানির এ মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সহসম্পাদক অ্যাডভোটেক শহিদুল রহমান মামুন।

আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করার আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ৪ জুলাই সাতক্ষীরা সদর থানার তদন্তাধীন একটি মামলা নিয়ে বাদী-বিবাদীদের নিয়ে থানা চত্বরে সালিশ বৈঠক হয়। এ সময় সাতক্ষীরার স্থানীয় ‘দৈনিক নওপাড়ার খবর’ পত্রিকার সদর প্রতিনিধি সেলিম হোসেনকে উদ্দেশ করে থানার ওসি এনামুল হক ও এসআই হেকমত আলী আপত্তিকর মন্তব্য করেন।

শালিস বৈঠকে উপস্থিত আইনজীবী আবুল কালামসহ শতাধিক মানুষ বিষয়টিতে ক্ষুব্ধ হলে আইনজীবীদের নিয়েও বিরূপ মন্তব্য করেন ওই ওসি ও এসআই।

বিষয়টি পরেরদিন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।