সুন্দরগঞ্জে পুলিশ হত্যা: গ্রেপ্তার আরো ৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফাঁড়িতে জামায়াত-শিবিরের হামলায় চার পুলিশ সদস্য নিহতের মামলায় আরো পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 10:33 AM
Updated : 23 July 2014, 10:33 AM
উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির সামনে থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার হন লিটন ওরফে ডিশ লিটন, ইলিয়াস আলী, জাহিদুল ইসলাম, ছোলেমান মিয়া ও আয়নাল হক। তারা সবাই সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খানাবাড়ী গ্রামের বাসিন্দা।

এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা হলো ১১৪। এর আগে ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মোফাজ্জেল হোসেন জানান, এরা একটি পিকআপে করে বামনডাঙ্গা  পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এদেরর মধ্যে লিটন ওরফে ডিশ লিটন পুলিশ হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানান তিনি।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর কয়েকহাজার সশস্ত্র জামায়াত-শিবির নেতাকর্মী সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে-কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় পাঁচ হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়।