দুর্ঘটনায় সাংসদ আহত, গৃহকর্মীর মৃত্যু

সিরাজগঞ্জে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন, আহত হয়েছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেনসহ পাঁচজন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 10:07 AM
Updated : 23 July 2014, 10:48 AM

নিহত আয়না বেগম ওই সংসদ সদস্যের বাড়ির গৃহপরিচারিকা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি টি এম আমিনুল ইসলাম জানান, বুধবার দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলতাফ হোসেন,  তার স্ত্রী হাসনা বানু, ছেলে শাকিল, কাজের মেয়ে হাবিবা ও মাইক্রোবাস চালক ওহেদুল ইসলাম। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত সাহা বলেন,  “সাংসদ আলতাফ হোসেনের মাথার বাঁ পাশে জখম হয়েছে, তার বাঁ হাত ভেঙে গেছে।”

এছাড়া সাংসদের ছেলে ও মাইক্রোবাসের চালক গুরুতর আঘাত পেয়েছেন বলে জানান তিনি।

ওসি জানান,  এমপি আলতাফ হোসেন মাইক্রোবাসে করে বগুড়ায় যাচ্ছিলেন। পথে কড্ডার মোড় এলাকায় কুড়িগ্রাম থকে ঢাকাগামী সুরমা এন্টারপ্রাইজের একটি বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারালে এমপির মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই গৃহপরিচারিকা আয়না বেগমের মৃত্যু হয়। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায় বলে জানান ওসি।

দুর্ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, সদর থানার ওসি হাবিবুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।