সুজন হত্যা: এস আই জাহিদ ফের রিমান্ডে

ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনকে তুলে এনে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার মিরপুর থানার এসআই জাহিদুর রহমানসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 09:46 AM
Updated : 23 July 2014, 09:46 AM

পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার এসআই জাহিদ ও পুলিশের সোর্স নাসিম শেখকে ঢাকার হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আরো ১০ দিনের রিমান্ডের আবেদন করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র।

শুনানি শেষে বিচারক মো. মিজানুর রহমান চারদিন করে হেফাজত মঞ্জুর করেন।

ফাইল ছবি

ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনকে তুলে এনে নির্যাতন ও হত্যার অভিযোগে গত ১৬ জুলাই এসআই জাহিদ ও নাসিমকে গ্রেপ্তার করা হয়। পরদিন এই দুই জনসহ মোট আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। এর তদন্তের দায়িত্ব দেয়া হয় গোয়েন্দা পুলিশকে।

মামলার অপর আসামিরা হলেন- মিরপুর থানার এএসআই রাজকুমার, কনস্টেবল আনোয়ার ও  রাশিদুল হক এবং পুলিশ সোর্স পলাশ, ফয়সাল ও খোকন। এরা সবাই পলাতক।

এ ঘটনায় সুজনের স্ত্রী মমতাজ সুলতানা লুসিও ঢাকার আদালতে একটি মামলা করেন, যাতে মিরপুর থানার ওসি সালাউদ্দিনকেও আসামি করা হয়। ওই মামলায় ওসিসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।