দেশে ফিরেছেন স্পিকার

আটদিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 04:12 PM
Updated : 22 July 2014, 05:20 PM

মঙ্গলবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্পিকার। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা সেখানে তাকে স্বাগত জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

নারীর ক্ষমতায়নে অবদান রাখায় যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটির ‘সম্মানসূচক’ ডিগ্রি নিতে গত ১৪ জুলাই যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন স্পিকার।

১৭ জুলাই সম্মানসূচক ‘ডক্টরাল’ ডিগ্রি গ্রহণ করেন তিনি।

গত ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউ এবং হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজার সঙ্গে সাক্ষাৎ করেন শিরীন শারমিন।

এছাড়া ১৮ জুলাই কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন অ্যালান হ্যাসেলহার্টের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।