চট্টগ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 04:10 PM
Updated : 22 July 2014, 04:10 PM

মঙ্গলবার সকালে চান্দগাঁও থানার ফরিদের পাড়া থেকে স্বামী মো. সাইফুদ্দিনকে (৩০) পুলিশ গ্রেপ্তার করে। তিনি পেশায় গাড়িচালক।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে দাম্পত্য কলহের জের ধরে সাইফুদ্দিন তার স্ত্রী রীমা আক্তারকে খুন করেন। পরে তড়িঘড়ি করে লাশ তার স্বজনদের দিয়ে দাফনের চেষ্টাও করেন।

চান্দগাঁও থানার এসআই খালেদ উদ্দিন বলেন, “রীমা আক্তারের বাবার বাড়ির কাছ থেকে খবর পেয়ে আমরা ফরিদের পাড়ার বাসায় গিয়ে লাশ উদ্ধার করি।

“দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না এবং তাদের মধ্যে কলহ ছিল। সোমবার মধ্যরাতে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে তাকে হত্যা করা হয় বলে আমাদের ধারণা।”

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এই ঘটনায় নিহতের মা বাদি হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন।

ওই মামলায় সাইফুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।