ঈদে পুলিশের ইউনিট র‌্যাব: আইজিপি

আসন্ন ঈদুল ফিতরে রাস্তায় যানজট নিরসনে র‌্যাব সদস্যরা পুলিশের ইউনিট হিবেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 01:43 PM
Updated : 22 July 2014, 01:43 PM

ইতোমধ্যে র‌্যাব সদস্যরা রাস্তায় পেট্রলিংয়ের কাজ শুরু করেছেন বলেও তিনি জানান।

মঙ্গলবার গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে কালিয়াকৈরের চন্দ্রা ত্রি-মোড় এলাকায় সাংবাদিকদের তিনি একথা বলেন।

আইজিপি বলেন, অজ্ঞান পার্টি ও মলম পার্টির বিষয়ে এখনো বড় ধরনের কোনো অভিযোগ আসেনি। এর কারণ হচ্ছে ইতোমধ্যে বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যরা কাজ করে যাচ্ছেন।

তাই তেমন কোনো উদ্বেগ-উৎকণ্ঠা ও আতংক সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহামেদ, ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান, ডিআইজি (হাইওয়ে) আসাদুজ্জামান জিয়া, অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ সফিকুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মাহমুদ তানবীর প্রমুখ।