দূষণে কোটি টাকা জরিমানা

শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে নারায়ণগঞ্জে রূপসী গ্রুপকে দেড় কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 12:47 PM
Updated : 22 July 2014, 12:47 PM
বুধবার দূষণ বিরোধী অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর রূপসী গ্রুপের মালিককে ঢাকায় সদরদপ্তরে তলব করে শুনানির মাধ্যমে এ জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘লাল শ্রেণিভুক্ত’ হওয়া সত্ত্বেও রূপসী গ্রুপ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করে এবং ইটিপি চালু না করে কারখানার অপরিশোধিত তরল বর্জ্য পাশের নয়ামাটি খালের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে নির্গত করছিল।

এতে নদীর পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে।