চট্টগ্রামে ৬ ডাকাতের ১৪ বছর কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় পাঁচ বছর আগে একটি বাড়ি থেকে প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটের দায়ে ছয়জনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 11:10 AM
Updated : 22 July 2014, 11:10 AM

পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অর্থ দিতে না পারলে তাদের প্রত্যেককে আরো দুই বছর করাভোগ করতে হবে।

চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিন উল্লাহ মঙ্গলবার আসামিদের উপস্থিতিতেই এই মামলার রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- নজরুল ইসলাম, মো. শাহাবুদ্দিন, আবু ছালেহ, জিন্নাত আলী জসিম, শাহাদাৎ হোসেন ও মো. আলমগীর।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতি করে মালামাল লুটের ঘটনা প্রমাণিত হওয়ায় বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছেন।”

২০০৯ সালের ৩ মে গভীর রাতে সাতকানিয়ার গড়াইয়াহাট এলাকার হাদিয়াপাড়ার এলাহি বক্সের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। পরের দিন ভোরে হাইওয়ে পুলিশ ছয় জনকে ওই লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার করে।

এ ঘটনায় ৫ মে গৃহকর্তা বাদি হয়ে সাতকানিয়া থানায় ডাকাতি মামলাটি করেন। স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১ লাখ ৫৪ হাজার টাকার মালামাল লুট করা হয় বলে মামলায় বলা হয়।

মামলার নয় মাস পর ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল এবং ২০১২ সালের ২৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।