গাঁজা সেবন ও মদ বিক্রি করায় চট্টগ্রামে ৯ জনের সাজা

চট্টগ্রামে গাঁজা সেবন ও মদ বিক্রির অভিযোগে নারীসহ নয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 11:02 AM
Updated : 22 July 2014, 11:02 AM

মঙ্গলবার চট্টগ্রামের নির্বাহী হাকিম মো. শাহাদাত হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর স্টেশন রোড, চান্দগাঁও ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে এই সাজা দেয়।

হাকিম শাহাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক আইনে উন্মুক্ত স্থানে গাঁজা সেবন, গাঁজা বিক্রি,  মদ বিক্রির অভিযোগে আটজনকে বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ এবং একজনকে ১৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

স্টেশন রোডে গাঁজা বিক্রির অভিযোগে নিলু বেগমকে (৫০) তিন মাস বিনাশ্রম কারাদণ্ড এবং সেবনের দায়ে বেলাল ও সোহেল নামে দুই যুবকে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

চান্দগাঁও এলাকায় চোলাই মদ বিক্রি করায় নূপুর আক্তার (২৫) ও জেসমিন বেগমকে (২৮) দুই মাস করে এবং আবদুল হালিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

একই এলাকার আবদুর রহমান ও অলি উল্লাহকে গাঁজা সেবনের দায়ে একমাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

বায়েজিদ এলাকার লাকী বেগম নাকে এক নারীকে গাঁজা রাখার অপরাধে ১৭০০ টাকা জরিমানা করা হয়েছে বলে হাকিম শাহাদাত জানান।