ডাকাত সন্দেহে ৫ জনকে পিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে পাঁচ যুবককে পিটিয়ে তাদের বহনকারী একটি অটোরিকশা জ্বালিয়ে দিয়েছে জনতা। 

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 10:33 AM
Updated : 22 July 2014, 10:33 AM

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, মঙ্গলবার ভোরে মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরালীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত যুবকদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

এরা হলেন বেগমগঞ্জের করিমপুর গ্রামের মোহাম্মদ আলী (৩২), সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের মোহাম্মদ আলম (৩২), আলাউদ্দিন (৩০), লক্ষ্মীপুর সদরের চরমারাইশ গ্রামের মনোহর উদ্দিন (২৮) ও কুমিল্লার চকবাজারের শাহ আলম (৩২)।

এ পাঁচ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসপি ইলিয়াছ। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, বিদেশ থেকে আসা আবুল কাশেমের মাইক্রোবাসটি ভোর ৩টার দিকে বানিয়াবাড়ির সামনে এলে অটোরিকশা আরোহী পাঁচ যুবক এসে সেটি থামায়। এরপর তারা লুটপাটের চেষ্টা করলে মাইক্রোবাসে থাকা লোকজন চিৎকার শুরু করেন।

এতে সেহেরি খেতে ওঠা এলাকাবাসী দুই যুবককে ধরে ফেলে। অন্য তিন জন পালিয়ে যায়।

পরে আটক দুই জনের মোবাইল ফোন থেকে কল দিয়ে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে কেন্দুরবাগ এলাকা থেকে পালিয়ে যাওয়া তিন জনকে আটক করে লোকজন।

এ সময় বিক্ষুব্ধ জনতা পাঁচজনকে বেদম পিটুনি দেয় ও তাদের বহনকারী অটোরিকশা জ্বালিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ জনতার হাত থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, বলেন এসপি ইলিয়াছ।