টুঙ্গিপাড়ায় দুই বাড়িতে ডাকাতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 09:33 AM
Updated : 22 July 2014, 09:33 AM
টুঙ্গিপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সোমবার গভীর রাতে বাঁশবাড়িয়া গ্রামে ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির আলম তালুকদার ও তার এক প্রতিবেশীর বাড়িতে ডাকাতি হয়।

ডাকাতরা দুই পরিবার থেকে নগদ ১২ লাখ ৩৮ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার লুট করে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

ওসি ডাকাতির শিকার পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, রাত দেড়টার দিকে লোকজনের উপস্থিতি টের পেয়ে ছেলেসহ কবির তালুকদার ঘরের বাইরে বের হন। এসময় ১৪/১৫ জনের সশস্ত্র একদল ডাকাত তাদের বেঁধে ফেলে।

এরপর ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে আলমারি ও ট্রাংক ভেঙে ১২ লাখ ৩০ হাজার টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

তিনি জানান, এরপর ডাকাতরা পাশের শাকুর শেখের ঘরে গিয়ে তার স্ত্রীর এক জোড়া কানের দুল, গলার চেইন ও ঘরে থাকা নগদ ৮ হাজার টাকা লুটে নেয়।

ডাকাতির খবর ছড়িয়ে পড়লে গ্রামের তিনটি মসজিদ থেকে মাইকিং করার পর ডাকাত দলের সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

জমি কেনার জন্য সোমবার ব্যাংক থেকে টাকা তুলে রেখেছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন কবির আলম তালুকদার।

ওসি মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।