ভাঙনে বন্ধ মাওয়া ৩নং ঘাট

পদ্মায় উল্টো স্রোতের কারণে ভাঙন দেখা দেয়ায় মাওয়া তিন নম্বর ফেরি ঘাট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 08:03 AM
Updated : 22 July 2014, 08:03 AM

মঙ্গলবার বেলা ১১টা থেকে ফেরি ঘাটটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সিরাজুল হক।

তিনি বলেন, সপ্তাহ খানেক ধরে পদ্মায় উল্টো স্রোত বইছে। এর ফলে সকাল থেকে মাওয়া ৩ নম্বর রো রো ফেরি ঘাট এলাকায় ভাঙন দেখা দেয়। এতে ফেরি ঘাটের র‌্যাম্পের গোড়ার মাটি সড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বেলা ১১টা থেকে ঘাটটি বন্ধ করে দেয়া হয়েছে।

“রো রো ফেরি অন্য সাধারণ ঘাটে ভেড়ানো সম্ভব হলেও লোডিং আনলোডিং সম্ভব নয়। আর এ কারণে এ নৌরুটে চলা তিনটি রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে।”

রো রো ফেরি ঘাটের পণ্টুনটিকে আরো উপরের দিকে সরিয়ে নেয়ার কাজ চলছে বলে জানান তিনি।

এর আগে প্রচণ্ড ঢেউয়ের কারণে সোমবার রাতে ১০টি ফেরিতে যানবাহন পারাপার বন্ধ থাকে। রাতে মাত্র ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় নদীর উভয় পারে আটকা পরে দুই শতাধিক যান।

মঙ্গলবার সকাল ৯টা থেকে এ নৌপথে চলাচল করা ১৬টি ফেরিই যানবাহন পারাপার শুরু করলেও ঘাটে ভাঙন দেখা দেয়ায় আবার বন্ধ হয়ে গেছে তিনটি রো রো ফেরি।