সিইপিজেডে পোশাক কারখানায় ভাংচুর

ঈদের আগে অগ্রিম বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের ভাংচুরের পর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি বিদেশি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 07:24 AM
Updated : 22 July 2014, 07:25 AM
চট্টগ্রাম শিল্প পুলিশের পরিদর্শক আরিফুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিইপিজেডের ৭ নম্বর সেক্টরে কোরিয়ার মালিকানাধীন ‘নিউ এরা ফ্যাশন লিমিটেডে’ ভাংচুরের ঘটনা ঘটে।

শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকদের আগামী মাসের বেতন এবং বোনাস দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ বোনাসের সঙ্গে অর্ধেক অগ্রিম বেতন দেয়ার ঘোষণা দিয়েছিল।

“এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানার বাইরে এসে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা কারখানার কয়েকটি দরজা-জানালার কাচ ও কিছু আসবাবপত্র ভাংচুর করেন।”

ইপিজেড থানার ওসি আবুল মনছুর জানান, পরে কারখানার মালিকপক্ষ, বেপজা ও পুলিশের সঙ্গে শ্রমিকদের বৈঠক শেষে ঈদের আগে বোনাস এবং আগামী মাসের মূল বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়।

এ খবর জানানোর পর বেলা ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয় বলেও জানান তিনি।