৬ ঘণ্টা পর ঢাকা-সিলেট ট্রেন চালু

তেলের ট্যাংকারবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 05:59 AM
Updated : 22 July 2014, 10:18 AM

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. আবদুর রাজ্জাক জানান, কুলাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত ওয়াগন সরানোর পর মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেটে আসার পথে সকাল সাড়ে ৯টায় দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ওই ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়।

ফলে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে ৯ জুলাই চট্টগ্রামের ফৌজদারহাট স্টেশনে তেলবাহী একটি ট্রেন বড় ধরনের দুর্ঘটনায় পড়ে, যাতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকে এবং বিপুল পরিমাণ তেল নষ্ট হয়।