ছিনতাইকারীর গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর কমলাপুরে রোববার ছিনতাইকারীর গুলিতে আহত এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 05:47 AM
Updated : 22 July 2014, 05:47 AM
প্লাস্টিক পণ্যের ব্যবসায়ী মোস্তফা কামাল (৫৫) পরিবার নিয়ে লালবাগের হায়দারবক্স লেনে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফার মৃত্যু হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

পুলিশ জানায়, রোববার দুপুরে কমলাপুর এলাকায় বাস থেকে নামার সঙ্গে সঙ্গে পাঁচ-ছয়জন ছিনতাইকারী মোস্তফাকে ঘিরে ধরে এবং তার টাকার ব্যাগ নিয়ে টানা-হেঁচড়া শুরু করে।

বাধা দিলে ছিনতাইকারীরা তাকে গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় মোস্তফা পুলিশকে জানিয়েছিলেন, তার ব্যাগে ৫০ হাজার টাকা ছিল।

মোস্তফার শ্যালক ইমরান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দুলাভাইয়ের দুই পায়ে ‍এবং কোমরে গুলি লেগেছিল।

“সোমবার বিকাল পর্যন্ত তার অবস্থা মোটামুটি ছিল। কিন্তু রাতে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং আড়াইটার দিকে তিনি মারা যান।”

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।