মাওয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল স্বাভাবিক

পদ্মার প্রচণ্ড ঢেউয়ের কারণে অধিকাংশ ফেরি বন্ধ থাকার ১২ ঘন্টা পর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 05:33 AM
Updated : 22 July 2014, 05:33 AM

ফাইল ছবি

মাওয়া বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে এ নৌপথে চলাচল করা ১৬টি ফেরিই যানবাহন পারাপার শুরু করেছে।

এর আগে প্রচণ্ড ঢেউয়ের কারণে সোমবার রাতে ১০টি ফেরিতে যানবাহন পারাপার বন্ধ হয়ে যায়। রাতভর মাত্র ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় নদীর উভয় পারে আটকা পরে দুই শতাধিক যান।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত তিন দিন ধরেই ফেরি চলাচলে বিঘ্ন ঘটছিল। ঢেউয়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে সোমবার রাত ৯টায় সাতটি ডাম্প ফেরি ও রাত সাড়ে ১১টায় তিনটি কে-টাইপ ফেরি বন্ধ করে দেয়া হয়েছিল।