ভাঙা সড়কে বাস উল্টে আহত ১৬

চট্টগ্রামের বাঁশখালীতে ভাঙা সড়কে বাস উল্টে খাদে পড়ে ইঞ্জিনে আগুন ধরে গেলে ১৬ যাত্রী আহত হয়েছেন। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 05:22 AM
Updated : 22 July 2014, 12:17 PM

বাঁশখালী থানার ওসি কামরুল হাসান জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চাম্বল এলাকার নাপোড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে এবং দগ্ধ তিনজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম।

বাকিদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

অগ্নিদগ্ধ তিন যাত্রী হলেন- উম্মে সালমা (২৫), মো. শাহাদাৎ (৫) ও মুরশেদা বেগম (৪০)।

ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন বাকিরা হলেন- আলী আহমদ (৩৫), আবু ছালেহ (৩৫), সারা বেগম (৩২), মো. শহিদুল্লাহ (৩৬) ও আবুল বাশার (৩৬)। তারা সবাই বাঁশখালীর বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক ভাঙা থাকায় চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

“উল্টে পড়ার পর বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় ইঞ্জিনের পাশে থাকা যাত্রীরা দগ্ধ হন।”

ওসি বলেন, দুর্ঘটনার পরপরই বিস্ফোরণের মতো শব্দ হওয়ায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।

দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও তার সহকারী পলাতক।