প্রচণ্ড ঢেউ, মাওয়ায় ১০ ফেরি বন্ধে দুর্ভোগ

পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে দ্বিতীয় দিনের মতো ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 06:07 PM
Updated : 21 July 2014, 06:07 PM

ফাইল ছবি

সোমবার রাতে মাত্র ছয়টি ফেরি দিয়ে পারাপার চলতে থাকায় পদ্মা পাড়ে কয়েকশ’ যানবাহন আটকা পড়েছে বলে মাওয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক জানিয়েছেন।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মায় প্রচণ্ড ডেউয়ের কারণে গত দুই দিন ধরে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

ঢেউয়ের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ১৬টি ফেরির মধ্যে সোমবার রাত ৯টা থেকে সাতটি ডাম্প ফেরি এবং রাত সাড়ে ১১টা থেকে কে-টাইপ ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে প্রচণ্ড ডেউয়ের কারণে রোবার দুপুর ১টার দিকে সাতটি ডাম্প ফেরি এবং রাত ৮টার দিকে তিনটি কে-টাইপ ফেরিসহ মোট ১০টি ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

পরে সোমবার সকালে আবার ওই ফেরিগুলোতে পারাপার শুরু  হয়।