উখিয়া থেকে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার

কক্সবাজারের উখিয়া থেকে পাঁচ বছর বয়সী এক অপহৃত শিশুকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 04:38 PM
Updated : 21 July 2014, 04:38 PM

সোমবার সন্ধ্যায় নগরীর শাহ আমানত তৃতীয় সেতুর গোলচত্বর এলাকা থেকে অপহৃত শিশু রাশেদকে উদ্ধারের পাশাপাশি ‘অপহরণকারী’ আশিক আলীকেও (৪০) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রাশেদ কক্সাজারের উখিয়া উপজেলার মরিচ্যা ইউনিয়নের আবুল কালামের পুত্র। আশিক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাউসার শেখের পুত্র।   

চট্টগ্রাম নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার শাহ মো. আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশিক উখিয়ার মরিচ্যা থেকে রাশেদকে অপহরণ করে চট্টগ্রাম আসছিলো।

“শাহ আমানত সেতু এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশিতে সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে অপহরণের বিষয়টি ধরা পড়ে। পরে উখিয়া থানায় যোগাযোগ করলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।”

বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধার হওয়া শিশুর পিতা কালাম সম্পর্কে গ্রেপ্তার আশিকের বউয়ের মামাতো ভাই।”

তিনি জানান, আশিক সকালে অপহৃত শিশুকে নিয়ে আসার পর উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

অপহৃত শিশুর স্বজনেরা চট্টগ্রামে আসলে তাকে তাদের হাতে তুলে দেয়া হবে।

অপহরণকারী আশিককে উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন ওসি মহসিন।