আনারস কোথাকার, বচসার পর সংঘর্ষে নিহত ১

বিক্রেতার দাবি অনুযায়ী আনারস মধুপুরের কি না তা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে  দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 04:33 PM
Updated : 21 July 2014, 04:33 PM

সোমবার বিকেলে গোপালগঞ্জের কোটালিপাড়ার ভাঙ্গারহাট বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত জয়নাল ফকিরের (৬০) দুই ছেলেও আহত হয়েছেন বলে কোটালিপাড়া থানার ওসি আব্দুল লতিফ জানিয়েছেন।

সংঘর্ষে জড়িত অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও  প্রত্যক্ষদর্শীরা জানান,  উপজেলার দিঘলিয়া গ্রামের জয়নাল ফকিরের ছেলে বদিউজ্জামান ফকির বিকালে রাধাগঞ্জ বাজারে আনারস বিক্রি করছিলেন। পার্শবর্তী শ্রীফল বাড়ি গ্রামের আশেদ মোল্লার ছেলে মনির মোল্লা আনারস কিনতে গেলে বদিউজ্জামান তার আনারস মধুপুরের বলে প্রচার করেন।

এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মনির নেতৃত্বে ১০/১২ জন যুবক বদিউজ্জামানের উপর হামলা চালায়। এ সময় ছেলেকে রক্ষার জন্য জয়নাল ও  তার আরেক ছেলে আলীউজ্জামান ফকির এগিয়ে এলে হামলাকারীরা তাদের উপরও চড়াও হয়।

হামলায় জয়নাল ও তার দুই ছেলে বদিউজ্জামান ও আলীউজ্জামান আহত হন।

তাদের কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জয়নালকে মৃত ঘোষণা করেন বলে ওসি লতিফ জানান।