চট্টগ্রামে স্বপ্ন ও আগোরার জরিমানা

প্রসাধন সামগ্রীতে মেয়াদ উত্তীর্ণের তারিখ ও দাম লেখা না থাকায় চট্টগ্রামে  চেইন শপ আগোরা ও স্বপ্নকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 03:33 PM
Updated : 21 July 2014, 03:33 PM

সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন পরিচালিত আদালত নগরীর প্রবর্তক মোড় এলাকায় অবস্থিত আগোরাকে ১০ হাজার এবং গোল পাহাড় মোড়ে অবস্থিত স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

বিএসটিআই’র সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি বিদেশি ব্র্যান্ডের লিপস্টিকে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার আইনে আগোরাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্যালকম পাউডার ও আতরে দাম ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।