যুবলীগ নেতার বিরুদ্ধে পোশাককর্মীকে উত্ত্যক্তের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ এনেছেন এক নারী পোশাক কর্মী।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 03:25 PM
Updated : 21 July 2014, 03:25 PM

এ অভিযোগে উপজেলার মৌচাক ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. লিটন সরকারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন।

লিটন উপজেলার মাঝুখান গ্রামের করিম সরকারের ছেলে। মাকসুদা আক্তার নামে ওই নারী শ্রমিক গত রোববার রাতে লিটনের বিরুদ্ধে থানায় মামলা করেন বলে ওসি জানান।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, “কালিয়াকৈরের রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট কারখানার শ্রমিক মাকসুদা। তিনি কারখানায় যাওয়া-আসার সময় লিটন তাকে উত্ত্যক্ত করেন এবং বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছেন।”

বাড়িতে গিয়েও লিটন তাকে উত্ত্যক্ত করেন বলে অভিযোগ মাকসুদার।

“গত শনিবার রাতে লিটন সরকার মাদকাসক্ত অবস্থায় ওই কারখানা কর্মীর বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে,” বলা হয়েছে মামলায়।

ওই ঘটনার পর রোববার মাকসুদা কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান ওসি ওমর ফারুক। 

এ বিষয়ে বক্তব্য জানতে সোমবার বিকেলে লিটনের মোবাইলে কল করলে তিনি ফোন ধরেননি।

তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি ওমর ফারুক জানিয়েছেন।