বিজিবির টহলে চোরাকারবারিদের বোমা হামলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তে বিজিবির টহলে হাতবোমা হামলা চালিয়েছে চোরাকারবারিরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 09:31 AM
Updated : 21 July 2014, 09:31 AM

রোববার রাতে উপজেলার গয়েশপুর সীমান্তে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশে দিয়েছে বিজিবি।

আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আলী হোসেনের ছেলে মুরাদ হোসেন (২৭), ওহাব মন্ডলের ছেলে মালেক (২৮), ইন্তাদুল হকের ছেলে ফলে হক (২০) ও তেতুল মন্ডলের ছেলে আব্দুল মোমিন (৪০)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান বলেন, রাত ৮টার দিকে সীমান্ত এলাকার ৬২ নম্বর মেইন পিলারের কাছে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এসময় সংঘবদ্ধ চোরাচালানিরা বিজিবির টহল লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটকের পর মামলা দায়ের করে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন বলেন, আটক চারজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলার পর সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।