চট্টগ্রামে রাস্তা আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতন-বোনাসের দাবিতে চট্টগ্রামের একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা আটকে বিক্ষোভ করেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 09:19 AM
Updated : 21 July 2014, 09:19 AM

সোমবার বেলা পৌনে ১টার দিকে লাভ লেইন এলাকার নুর আহম্মদ সড়কে অবস্থিত ম্যাগি ফ্যাশন লিমিটেডের কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ করেন।

শ্রমিকদের বরাত দিয়ে কোতয়ালি থানার টহল পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, কারখানা কর্তৃপক্ষ চলতি মাসের বেতন ও বোনাস ২৬ জুলাই পরিশোধের ঘোষণা দেয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। 

তিনি বলেন, “প্রতিষ্ঠানটির শ্রমিকদের কোনো মাসের বেতন বকেয়া নেই। চলতি মাসের বেতন ও বোনাস দেরিতে দেয়ার ঘোষণায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে পড়ে।”

মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

শ্রমিকরাও পরে কাজে ফিরেছেন, বলেন পরিদর্শক জাহাঙ্গীর।