চুয়াডাঙ্গায় শ্যালোযান উল্টে নারী নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধু উল্টে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার যাত্রী।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 09:04 AM
Updated : 21 July 2014, 09:04 AM

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বেগ নগর এলাকায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জরিনা খাতুন (৫০) সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের মৃত মহর আলীর স্ত্রী।

আহতরা হলেন- নাজমা খাতুন (২৬), তার ছেলে নিশান আলী (১০), রহিমা খাতুন (২৮)  ও হাবিবুর রহমান (৩৫) ।

ওসি আসাদুজ্জামান বলেন, আলমসাধু করে সরোজগঞ্জ বাজার থেকে শংকরচন্দ্র গ্রামে ফিরছিলেন কয়েকজন। পথে বেগ নগর গ্রামে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে পাশ কাটাতে গিয়ে আলমসাধু রাস্তার পাশের খাদে উল্টে পড়ে জরিনা খাতুনসহ পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে চুয়াডঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জরিনা।