হাটহাজারিতে এসএমজিসহ ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারিতে একটি সাব-মেশিন গানসহ (এসএমজি) দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 06:08 AM
Updated : 21 July 2014, 08:06 AM

সোমবার ভোরে উপজেলার ইছাপুর ইউনিয়নের ফয়েজিয়া বাজার এলাকার কাশেম সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আব্দুর রাজ্জাক (৪২), মো. গিয়াস উদ্দিন (২৮) বাড়ি যথাক্রমে হাটহাজারির ছিপতলী ও রাউজানের নাদিমপুরে।

র‌্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজন লোক অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে একটি একে-৪৭ সদৃশ এসএমজিসহ গ্রেপ্তার করা হয়।

দেখতে অনেকটা একে-৪৭ রাইফেলের মতো অস্ত্রটি বিক্রির জন্য ফয়েজিয়া বাজার এলাকায় নিয়ে আসা হয়েছিল বলেও জানান তিনি।  

অভিযানের পর র‌্যাবের পক্ষ থেকে উদ্ধার করা অস্ত্রটিকে একে-৪৭ বলা হলেও পরে তারা জানান এটি সাব মেশিন গান।

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ জানান, এ সময় তাদের কাছ থেকে দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।