পানের ঝুড়িতে ইয়াবা, আটক ২

পানের ঝুড়িতে করে ইয়াবা পাচারের সময় দুই জনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 06:01 AM
Updated : 21 July 2014, 06:01 AM

সোমবার সকালে নগরীর সানমার ওশান সিটির সামনের সড়কে ট্রাকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিয়াউর রহমান (৩৫) ও ট্রাক চালক মনির আহাম্মদ (২৮)। তাদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ সদর ও উখিয়া ইউনিয়নে।

ফাইল ছবি

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শাহ আমানত সেতু এলাকায় পান বোঝায় ট্রাকটি থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যায়।

এসময় ট্রাকটি ধাওয়া করে সানমার ওশান সিটির সামনে থেকে আটক করা হয়।

কয়েকজন পান ব্যবসায়ী ট্রাকটি করে টেকনাফ থেকে চট্টগ্রামে পান আনছিলেন জানিয়ে মুকুল জ্যেতি বলেন, “আমাদের কাছে সংবাদ ছিল জিয়া নামে এক ব্যক্তি পানের ঝুঁড়িতে করে নগরীতে ইয়াবা পাচার করছে।”

সে সংবাদের ভিত্তিতে ট্রাকটি আটক করে পানের ঝুড়িগুলো তল্লাশি করে জিয়াউরের পানের ঝুড়িতে পলিথিন মোড়ানো অবস্থায় ছয় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবাগুলো পানের ভাঁজের মধ্যে সাজানো ছিল বলে জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মুকুল।