ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ঢাকার ধামরাইয়ে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরো অন্তত ২০ জন যাত্রী।

মানিকগঞ্জ প্রতিনিধিসাভার ওবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 05:42 AM
Updated : 21 July 2014, 08:34 AM

ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানান, সোমবার সকাল ৮টার দিকে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার নরেন্দ্র কুমার সাহার ছেলে বিশ্বজিৎ কুমার সাহা (৪২),  সিঙ্গাইরের ইন্তাজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০), ঘিওরের আনোয়ার হোসেনের ছেলে কাউসার হোসেন (৩০)।

আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মানিকগঞ্জ সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, সকালে মহাসড়কের শ্রীরামপুর এলাকায় মানিকগঞ্জ থেকে ধামরাইমুখী এনএনবি পরিবহনের বাসটির সঙ্গে বিপরীতমুখী ট্রাকটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত এবং আরো অন্তত ২০ যাত্রী আহত হন। দুর্ঘটনায় দুটি বাহনেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় বলে ওসি জানান।

তিনি বলেন, “আহত যাত্রীরা জানিয়েছেন, বাস ও ট্রাক দুটিই বেপরোয়া গতিতে চলছিল।”

দুর্ঘটনার পর গাড়ি দুটি আটক করা হলেও তার চালক ও তাদের সহকারীরা পালিয়ে যায় বলে জানান ওসি।