নীলফামারীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পুলিশের গুলিতে এক বাস চালক আহত হওয়ার প্রতিবাদে নীলফামারীতে ডাকা ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 04:23 AM
Updated : 21 July 2014, 04:23 AM

সোমবার সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টা ধর্মঘট পালনের পর প্রত্যাহারের ঘোষণা দেয় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে এ ধর্মঘটের কারণে জেলার ২২টি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। ফলে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। 

একটি প্রাইভেটকারকে ধাক্কার জের ধরে গত ১৪ জুলাই রাতে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য ও নাবিল পরিবহনের চালক আনোয়রুল ইসলাম পুলিশের গুলিতে আহত হন।

পরিবহন শ্রমিকদের দাবি, আনোয়ারুলের হাতে হ্যান্ডকাপ পরিয়ে তার দুই পায়ে গুলি করে পুলিশ।

ওই চালককে গুলি করার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি, আহত চালকের উন্নত চিকিৎসা এবং তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবিতে পরিবহন ধর্মঘট ডাকে শ্রমিকরা।