৪১ যাত্রী নিয়ে কক্সবাজারে দুর্ঘটনায় ইউনাইটেড

কক্সবাজার বিমানবন্দরে ৪১ জন যাত্রী নিয়ে দুর্ঘটনায় পড়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 02:46 PM
Updated : 20 July 2014, 02:46 PM

রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানান উড়োজাহাজটির বৈমানিক ক্যাপ্টেন মো. মামুন।

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঢাকা থেকে উড়ে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পরে রানওয়ে থেকে ট্যাক্সিয়িং করে টার্মিনালে যাওয়ার পথে প্লেনের নোজ হুইল ভেঙে যায়।”

ইউনাইটেডের কমিউনিকেশন বিভাগের এজিএম কামরুল ইসলাম বলেন, নোজ হুইল ভেঙে পড়ায় উড়োজাহাজটি সেখানেই থেমে যায়। পরে উড়োজাহাজের ৪১ জন যাত্রীর সবাইকে নিরাপদে নামিয়ে নেয়া হয়।

তিনি জানান, উড়োজাহাজটি সরিয়ে নেয়ার জন্য ঢাকা থেকে ‘টেকনিক্যাল টিম’ রওয়ানা হয়েছে।

সোমবার সকাল ১০টার মধ্যে উড়োজাহাজটি আবার উড়তে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।