কাউন্সিলর নজরুলের ওয়ার্ডে প্রার্থী স্ত্রী ও ভাই

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিহত কাউন্সিলর নজরুল ইসলামের ওয়ার্ডে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও ছোট ভাই আব্দুস সালাম।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 12:04 PM
Updated : 20 July 2014, 01:24 PM

রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

গত ২৭ এপ্রিল অপহরণের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে হত্যা করে শীতলক্ষ্যায় লাশ ফেলে দেয়া হয়।

মনোনয়নপত্র জমা দিয়ে নজরুলের ছোট আব্দুস সালাম ও স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, হুট করে নির্বাচনের তফসিল ঘোষণা করায় তারা দুজন প্রার্থী হয়েছেন। তবে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

পরবর্তীতে আলোচনা করে তাদের একজন মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলেও তারা জানান।

জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে সাতটি। এর মধ্যে দুপুর পর্যন্ত জমা দিয়েছেন দুইজন। ২১ জুলাই মনোনয়নপত্র বাছাই এবং ৩ অগাস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

প্রতীক বরাদ্দ আগামী ৪ অগাস্ট এবং ভোট গ্রহণ হবে ২১ অগাস্ট।