এনজিওকর্মীকে খুন করেছে চাঁদাবাজরা

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একটি বেসরকারি সংগঠনের এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পিরোজপুর প্রতিনিধিএস এম পারভেজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 11:47 AM
Updated : 20 July 2014, 11:47 AM

এ সময় হামলাকারীরা ওই বাড়ির গৃহকর্ত্রী দুলালী হালদার (৩৮) ও তার মেয়ে নুপুর হালদারকে (১০) পিটিয়ে আহত করেছে।

পাড়েরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাহেব আলী জানান, শনিবার রাতে উমেদপুর গ্রামে এ হামলায় নিহত বিধানচন্দ্র সরকার (৩৭) প্রশিকার মাঠকর্মী। তার বাড়ি পটুয়াখালীর খেপুপাড়া।

দুলালী ও নুপুর হালদারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দুলালীদের বাড়িতে বিধান ভাড়া থাকতেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার নয়ন, শুভ ও খোকন নামের তিন যুবককে পুলিশ আটক করেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

গৃহকর্তা নিকুঞ্জ হালদারের স্ত্রী আহত দুলালী জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৭-৮ জনের একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে প্রশিকাকর্মী বিধানকে ধরে বাইরে এনে চাঁদা দাবি করে।

তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা লাঠি দিয়ে তাকে বেদম প্রহার করে।

এরপর তারা আবার ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ দশ হাজার টাকা লুটে নেয়। এ সময় বাধা দিলে তারা মা-মেয়েকে মারধর করে।

পাড়েরহাট পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী জানান, আহত প্রশিকাকর্মীকে বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালো চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তিন জনকে ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে পাড়েরহাট ইউনিয়ন পরিষদ সদস্য মোহসীন হাওলাদার সাংবাদিকদের জানান, একটি সংঘবদ্ধ দল গ্রামের নিরীহ মানুষকে জিম্মি করে মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালাচ্ছে।

স্থানীয় সমাজসেবক ও মুক্তিযোদ্ধা রুহুল আমীন নবীন জানান, পেছনের গডফাদারদের প্রশ্রয়ে এ এলাকার চিহ্নিত একদল যুবক এসব সমাজবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পুলিশও তাদের বিরুদ্ধে কিছু করতে ভয় পায়।