ইসি সচিব পেলেও খালেদার কার্ড নেই কমিশনারদের জন্য

নির্বাচন কমিশনের সচিব পেলেও খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা কার্ড পাননি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা।

নিজস্ব প্রতিবেদক বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 11:24 AM
Updated : 20 July 2014, 12:04 PM

রোববার বিকালে বিএনপি চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা কার্ড পৌঁছে ইসি সচিব মো. সিরাজুল ইসলামের কাছে।

সিইসি কার্ড পেয়েছেন কি না- জানতে চাইলে তার একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এখনো তো আসেনি সিইসির দপ্তরে।”

এর আগেও বিএনপি চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা কার্ড সিইসি পাননি বলে জানান তিনি।

বিএনপি কার্যালয়ে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিইসি ও কমিশনারদের কার্ড পাঠানো হয়নি।

তবে কী কারণে কার্ড দেয়া হয়নি, সে বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

খালেদা জিয়া বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে রয়েছেন। ঈদের আগেই দেশে ফিরবেন তিনি।

শুরু থেকেই কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে আসছে বিএনপি। এই কমিশনের অধীনে দশম সংসদ নির্বাচনও বর্জন করে বিএনপি ও তার শরিকরা।

সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের ‘মেরুদণ্ডহীন ও অথর্ব’ বলে আসছেন  খালেদা জিয়া।

সংসদ নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। তবে তাতেও ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

ইসির সঙ্গে বিএনপি কোনো সংলাপে না বসলেও নিবন্ধিত দল হিসেবে প্রধান নির্বাচন কমিশনার ও সচিবের সঙ্গে নিয়মিত চিঠি আদান-প্রদান করে থাকে।