‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’ পেলেন তিন সাহিত্যিক

‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০১৩’ পেয়েছেন মঈনুল আহসান সাবের, মাসরুর আরেফিন এবং বদরুন নাহার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2014, 04:18 PM
Updated : 22 June 2014, 04:18 PM

গত ২০ জুন রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এবছরের সাহিত্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। 

মঈনুল আহসান সাবের তার ‘এখন পরিমল’ উপন্যাসের জন্য কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে, মাসরুর আরেফিন তার ‘ফ্রানৎস কাফকা গল্পসমগ্র’ গ্রন্থের জন্য প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন।  

তরুণ সাহিত্যিক শ্রেণিতে ‘বৃহস্পতিবার’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন বদরুন নাহার।  

বাংলাদেশের সাহিত্যের মৌলিক সৃজনশীল কর্মকে উৎসাহ দিতে ২০১১ সালে যৌথভাবে এই পুরস্কার চালু করে ব্র্যাক ব্যাংক এবং দৈনিক সমকাল।

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে গত বছর থেকে তরুণ সাহিত্য শ্রেণির পুরস্কারটি এই বরেণ্য লেখকের নামে নামকরণ করা হয়।

প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ এবং কবিতা ও কথাসাহিত্য এই দুই শ্রেণিতে জয়ীরা প্রত্যেকে পান এক লাখ টাকা আর তরুণ সাহিত্য শ্রেণীতে বিজয়ী পান পঞ্চাশ হাজার টাকা।

এছাড়া জয়ীদের প্রত্যেককে ক্রেস্ট এবং সম্মাননাপত্রও দেয়া হয়। ২০১৩ সালে প্রকাশিত বই থেকে সেরা তিনটি বই নির্বাচন করা হয়।

জুরি বোর্ডে ছিলেন জাতীয় অধ্যাপক মুস্তফা নুরল ইসলাম, জিল্লুর রহমান সিদ্দিকী, কবি আসাদ চৌধুরী এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেন।